spot_img

৯ মাসেই সম্পর্ক শেষ, হলো না মহাকাশে বিয়ে

অবশ্যই পরুন

৯ মাসেরও কম সময়ে সম্পর্কে ইতি টানলেন হলিউডের আলোচিত জুটি টম ক্রুজ (৬১) এবং আনা ডি আরমাস (৩৬)। ব্রিটিশ পত্রিকা ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, এই তারকা জুটি পারস্পরিক সম্মতিতে ‘শুধুই বন্ধু’ হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদের খবর এসেছে এমন এক সময়ে, যখন তাঁদের মহাকাশে বিয়ের (Space Wedding) গুঞ্জন চলছিল এবং তাঁদের একসঙ্গে একটি নতুন ছবিতে কাজ করার কথা ছিল।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘দ্য সান’ জানিয়েছে, টম ও আনা দুজনেই বুঝতে পেরেছিলেন যে তাঁদের সম্পর্কের ‘রোমান্টিক আকর্ষণ’ কমে গেছে। সূত্রটি নিশ্চিত করেছে, দুজনে একসঙ্গে দারুণ সময় কাটালেও জুটি হিসেবে তাঁদের পথচলা শেষ হয়েছে। অত্যন্ত সচেতনভাবে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভালো বন্ধু হিসেবেই থাকবেন।

সম্পর্ক ভেঙে গেলেও টম ক্রুজ এবং আনার পেশাগত সহযোগিতা বজায় থাকবে। বিচ্ছেদের কারণে তাঁদের আসন্ন চলচ্চিত্রের কাজ থমকে গেছে—এমন গুজব উড়িয়ে দিয়েছে সূত্রটি। জানা গেছে, আনা ডি আরমাস ইতিমধ্যে টম ক্রুজের পরবর্তী থ্রিলার চলচ্চিত্র ‘ডিপার’ (Deeper)-এ কাস্ট হয়েছেন এবং তাঁরা দুজনেই একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।

ভারমন্টে হাত ধরাধরি করে ছুটি কাটানোর ছবি প্রকাশের মাধ্যমে টম ক্রুজ ও আনা ডি আরমাসের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে।

এরপর মাদ্রিদ ও লন্ডনে রোমান্টিক ভ্রমণে তাঁদের দেখা যায়। হেলিকপ্টারের ড্রাইভিং সিটে টম ক্রুজ এবং সহযাত্রী আনা ডি আরমাসের সেই রোমাঞ্চকর ভ্রমণ নজর কেড়েছিল সবার। এছাড়া ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনের অনুষ্ঠান এবং ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ওয়েসিস’ কনসার্টেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।

‘নাইভস আউট’, ‘নো টাইম টু ডাই’ এবং ‘ব্যালেরিনা’ ছবির জন্য পরিচিত আনা ডি আরমাস এর আগে অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রায় ১০ মাসের সম্পর্কে ছিলেন।

কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পর আনা ডি আরমাসের সঙ্গেই টম ক্রুজের এটি ছিল প্রথম কোনো হাই-প্রোফাইল সম্পর্ক। এর আগে তিনি মিমি রজার্স এবং নিকোল কিডম্যানকে বিয়ে করেছিলেন।

সর্বশেষ সংবাদ

‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ