spot_img

রপ্তানি-রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি

অবশ্যই পরুন

রপ্তানি ও রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায়, চলতি হিসাবে পরিস্থিতির উন্নতি হয়েছে। চলতি অর্থবছরের (২০২৫-২৬) বৈদেশিক লেনদেনে প্রথম দুই মাস অর্থাৎ জুলাই-আগস্টে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৮ কোটি ডলার, যা গত অর্থবছরের দ্বিগুণের বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রথম দুই মাসে প্রায় ১০ শতাংশ আমদানি বেড়ে এক হাজার ৮৮ কোটি ডলারের পণ্য দেশে এসেছে।

একই সময়ে ১১ শতাংশ বেড়ে রপ্তানি আয় হয়েছে ৭৯৩ কোটি ডলার। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৯৬ কোটি ডলার। আগের একই সময়ে যা ছিল ২৭৫ কোটি ডলার।

প্রথম দুই মাসে মূলধনি পণ্যের আমদানি সাড়ে ২৪ শতাংশ বেড়েছে। মধ্যবর্তী পণ্যের আমদানি বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, সরকার পরিবর্তনের পর অর্থ পাচারের সুযোগ কমে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ বিলিয়ন ডলার বেড়ে এখন প্রায় ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ