spot_img

চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক টেকসই নয়: ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের ওপর আরোপিত ১০০ শতাংশ শুল্ক দীর্ঘমেয়াদে টেকসই নয়। তবে বেইজিং তাকে বাধ্য করেছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন, সবকিছু সত্ত্বেও দুই সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) সম্প্রচারিত ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা টেকসই নয়, কিন্তু সংখ্যাটি এটাই। তারা আমাকে এটা করতে বাধ্য করেছে।’

এর আগে গত সপ্তাহে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করে ট্রাম্প প্রশাসন এবং ১ নভেম্বর থেকে ‘সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার’ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করে। এই সিদ্ধান্ত নেয়া হয় চীনের পক্ষ থেকে বিরল ধাতুর রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার পর। প্রযুক্তি নির্মাণে অপরিহার্য এসব ‘রেয়ার আর্থ এলিমেন্ট’-এর বাজারে চীনের প্রভাব মূলত একচেটিয়া।

শুল্ক বাড়ানো নিয়ে কঠোর অবস্থান জানালেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি ব্যক্তিগতভাবে প্রশংসা ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সব ঠিক হবে। তবে চুক্তি হতে হবে ন্যায্য।’ হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে যাওয়ার সময়ও ট্রাম্প বলেন, ‘চীন কথা বলতে চায়, আমরাও কথা বলতে চাই।’

দুই দেশের বাণিজ্য উত্তেজনা আর আচমকা শুল্ক আরোপে টালমাটাল হয়ে ওঠে ওয়াল স্ট্রিট। তবে শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত শেয়ারবাজারকে কিছুটা ঘুরে দাঁড়াতে সাহায্য করে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ