spot_img

নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

অবশ্যই পরুন

ভারতের সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে ইতিহাস গড়েছেন মহারাষ্ট্রের ব্যাটার কিরণ নাভগির। শুক্রবার (১৭ অক্টোবর) পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করে নারী ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ড নিজের দখলে নেন নাভগি।

এতদিন নারী ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন। ২০২১ সালে ঘরোয়া ক্রিকেটে ৩৬ বলে শতক হাঁকিয়েছিলেন। সেই বিশ্ব রেকর্ড এখন নাভগির দখলে।

ভারতের নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে প্রথমে ব্যাট করে পাঞ্জাব ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রান করে। জবাবে নাভগিরের রেকর্ড সেঞ্চুরিতে ৮ ওভারের মধ্যে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় মহারাষ্ট্র। ১১১ রান তাড়ায় মহারাষ্ট্রের হয়ে একাই ১০৬ রান করেন নাভগির।

৩৫ বল খেলে ৭টি ছক্কা ও ১৪টি চারে ১০৬ রানে অপরাজিত থাকেন ৩১ বছর বয়সি নাভগির। বিশ্ব রেকর্ডের ইনিংসে নাভগিরের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬। নারী ক্রিকেটে তিন’শর বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরির নতুন রেকর্ডও গড়েছেন নাভগির।

সর্বশেষ সংবাদ

ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে নয়াদিল্লির বিবৃতি

এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ