spot_img

তিন নায়িকার নামে জাল ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন

অবশ্যই পরুন

তেলেঙ্গানার আসন্ন উপনির্বাচনের আগে বলিউডে চাঞ্চল্য—সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া ও রাকুল প্রীত সিংয়ের মতো জনপ্রিয় অভিনেত্রীদের সরকারি পরিচয়পত্র ফাঁস হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল। তাদের ভোটার কার্ডও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

যেখানে দেখা গেছে, তিনজনের ঠিকানা একটাই। বিধানসভা উপনির্বাচনের আগেই এমন ঘটনা ঘটেছে। অভিনেত্রীদের ভুয়া ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় সবার কপালে চিন্তার ভাঁজ। এ ঘটনা নজর এড়ায়নি নির্বাচন কমিশনেরও।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবটাই খতিয়ে দেখা হবে। কী করে ঘটল এ ঘটনা? স্থানীয় বিধায়ক মগন্তি গোপীনাথের আকস্মিক মৃত্যু ঘটে গত জুন মাসে। তারপর থেকে ওই আসনটি ফাঁকা।

কংগ্রেসের তরফে ওই আসনে প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন ভি নবীন যাদব। বিপক্ষে বিআরএস প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন প্রয়াত বিধায়কের স্ত্রী মগন্তি সুনীতা। এ দৌড়ে রয়েছেন বিজেপি প্রার্থী লঙ্কলা দীপক রেড্ডি।

উল্লেখ্য, তিন জনপ্রিয় অভিনেত্রীর ভুয়া ভোটার কার্ড নিয়ে জলঘোলা হলেও তাদের কারও পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। নির্বাচনে ভোট নিয়ে কারচুপির ঘটনা নতুন নয়। গোটা দেশের বিভিন্ন দফায় যেখানে যেখানে নির্বাচন হয়, এ রকম অনেক ঘটনা উঠে আসে।

সর্বশেষ সংবাদ

ডি ককের রেকর্ড গড়া সেঞ্চুরিতে সিরিজ জয় প্রোটিয়াদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ব্যাটিং শক্তির বিধ্বংসী রূপ দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বড় লক্ষ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ