spot_img

জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে অভ্যুত্থানে সঙ্গে বেঈমানি হবে: তাহের

অবশ্যই পরুন

দীর্ঘ আলোচনার মধ্যে তৈরি হওয়া জুলাই সনদ খুব দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এতে বিলম্ব হলে অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি হবে। পাশাপাশি নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (১৭ অক্টোবর) সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদের সঙ্গে জামায়াত একমত। তবে এটির আইনি ভিত্তি এখনও বাকি রয়েছে। সনদের সঙ্গে একমত বুঝাতেই আইনি ভিত্তির আগে তাতে সই করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রেখেছি। তিনি তার কথা রাখবেন বলে আশা করছি। এই সরকার দেশের নতুন সংকটের ক্ষেত্রে যাতে কোনো হেজিমনি তৈরি না করেন।

সর্বশেষ সংবাদ

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির তারিখ ঘোষণা

সারাদেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ