spot_img

ইউরোপা লিগে নিষেধাজ্ঞার কবলে ইসরায়েল সমর্থকরা

অবশ্যই পরুন

আন্তর্জাতিক বিরতির সময় ইতালি ও নরওয়ের বিপক্ষে ম্যাচে স্বাগতিক দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার শিকার হন ইসরায়েলি সমর্থকরা। এমনকি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপেও আয়োজক দেশ দখলদার রাষ্ট্রটির সমর্থকদের ভিসা প্রদান থেকে বিরত থাকে। এবার সেই নিষেধাজ্ঞার তালিকায় যোগ হলো ইউরোপা লিগের একটি ম্যাচ।

আগামী ৬ নভেম্বর ইউরোপা লিগে ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলা তাদের হোম গ্রাউন্ড ভিলা পার্কে মুখোমুখি হবে ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের। যদিও ম্যাচটি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় নিয়ে সফরকারী দলের কোনো সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সেফটি অ্যাডভাইজরি গ্রুপ (SAG)।

এ বিষয়ে অ্যাস্টন ভিলা এক বিবৃতিতে জানায়, সেফটি অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশনা অনুসারে মাকাবি তেল আবিবের সমর্থকদের জন্য ভিলা পার্কে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘বর্তমান গোয়েন্দা তথ্য ও অতীতের ঘটনাবলির আলোকে’। তারা উল্লেখ করেছে, ২০২৪ সালে ইউরোপা লিগে আয়াক্স ও মাকাবি তেল আবিবের মধ্যকার ম্যাচের সময় আমস্টারডামে সহিংসতা ও ঘৃণাজনিত অপরাধ সংঘটিত হয়েছিল। সে ঘটনায় ডাচ পুলিশ ৬২ জনকে গ্রেপ্তার করে।

ইসরায়েলি সমর্থকদের এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টার্মার। তবে সমালোচনার পরও ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে এবং তারা আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, আমরা ন্যায়সংগত ও নিরপেক্ষ আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দায়িত্ব হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে মানুষের প্রতিবাদের অধিকার রক্ষা করা। বিস্তারিত মূল্যায়নের পর এই ম্যাচকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

এ দিকে ইউরোপা লিগের ২০২৫-২৬ মৌসুমে দুই ম্যাচেই জিতে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এমিলিয়ানো মার্টিনেজের ক্লাব অ্যাস্টন ভিলা।

সর্বশেষ সংবাদ

সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ