spot_img

ফের বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ

অবশ্যই পরুন

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কমিশনের মেয়াদ বাড়ানো হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়,গত ১২ ফেব্রুয়ারি গঠিত হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, বর্ধিত মেয়াদের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষরের সব প্রস্তুতি নেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার সব দল এই সনদে স্বাক্ষর করবে বলে আশা করছি।

প্রসঙ্গত, ঐকমত্য কমিশনের মেয়াদ এ নিয়ে তিনবার বাড়ানো হলো। সবশেষ গত ১৫ সেপ্টেম্বর এই কমিশনের মেয়াদ একমাস বাড়িয়েছিলও সরকার। আর এবার ১৫ দিন মেয়াদ বাড়ানো হলো।

সর্বশেষ সংবাদ

দল ঘোষণা আফগানিস্তানের, নেই রশিদ খান

আফগানিস্তানের নির্বাচকরা জিম্বাবুয়ের বিপক্ষে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় একমাত্র টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছেন। টেস্টের...

এই বিভাগের অন্যান্য সংবাদ