সংবিধানের চার মূলনীতি উল্লেখ না থাকাসহ আরও কয়েকটি কারণে জুলাই সনদ সই করবে না বামপন্থী চারটি রাজনৈতিক দল। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানো পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলগুলোর নেতারা।
জোটের নেতারা জানান, বিদ্যমান ৪ টি মূলনীতিকে রাখা না হলে জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব নয়। এই মূলনীতির সঙ্গে সামাজিক মানবিক মর্যাদা, মূল্যবোধ, ন্যায়বিচার ও ধর্মীয় মূল্যবোধ যুক্ত করতে হবে। তাছাড়া, মূলনীতি এবং ১৫০ এর ২ অনুচ্ছেদের ক্রান্তিকালীন বিধানের তফসিল পরিবর্তনে সম্মতি প্রদান ও আদালতে প্রশ্ন করা যাবে না এমন বিষয়ে অঙ্গীকার করা সম্ভব নয়। তাই সনদের চূড়ান্ত খসড়া সংশোধন না হলে ইচ্ছা থাকা সত্ত্বেও স্বাক্ষর করতে যেতে পারছেন না তারা।
নেতারা আরও বলেন, ঐকমত্য কমিশন ইচ্ছাকৃতভাবেই বিভাজন তৈরি করে রেখেছে। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জলঘোলা করা হচ্ছে।