spot_img

পাঁচ ঘণ্টা পরও নেভেনি আগুন, ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিলো নৌ ও বিমান বাহিনী

অবশ্যই পরুন

চট্টগ্রামের সিইপিজেড এলাকায় তোয়ালে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ ঘণ্টা পার হলেও এখন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২০ ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার কিছু পর লিংক রোডের সাত তলা ওই ফ্যাক্টরির ৫, ৬ ও ৭ম তলায় আগুন লাগে।

ঘটনার খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে, এবং বর্তমানে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী।

আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনও জানা যায়নি। তবে কারখানার ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) নির্বাহী পরিচালক আবদুস সুবাহান জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সরিয়ে নেয়া হয়েছে, তাই কারও হতাহত হওয়ার খবর নেই। ভবনে মোট ৭০০ শ্রমিক কাজ করতেন।

সর্বশেষ সংবাদ

দল ঘোষণা আফগানিস্তানের, নেই রশিদ খান

আফগানিস্তানের নির্বাচকরা জিম্বাবুয়ের বিপক্ষে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় একমাত্র টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছেন। টেস্টের...

এই বিভাগের অন্যান্য সংবাদ