spot_img

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

অবশ্যই পরুন

জুলাই সনদের যথাযথ আইনি ভিত্তি না থাকলে তাতে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অবস্থান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে। এতে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য ও ন্যারেটিভ স্থান পায়নি এবং পুরো বিষয়টি রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, এখন পর্যন্ত যে ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো গণভোটের আওতায় আনতে হবে। তার মতে, আইনি ভিত্তি প্রতিষ্ঠার আগে এই সনদে স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই নয়। তবে জনগণের মতামতের ভিত্তিতে এই সনদ অনুমোদিত হলে, নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে লোকদেখানো আনুষ্ঠানিকতার দরকার নেই। ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। এনসিপি কোনো নাটকীয়তার অংশ হবে না—যদি এর আইনি ভিত্তি না থাকে।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে। এ সময় দলীয় প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম।

তার ভাষায়, “ইসি জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করছে।”

উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচিত হয়ে উঠেছে ‘জুলাই সনদ’। বিভিন্ন দলে মতবিরোধ দেখা দিলেও এনসিপি প্রথম দল হিসেবে সরাসরি আইনগত ভিত্তির প্রশ্ন তুলে স্বাক্ষর না করার ঘোষণা দিল।

সর্বশেষ সংবাদ

দল ঘোষণা আফগানিস্তানের, নেই রশিদ খান

আফগানিস্তানের নির্বাচকরা জিম্বাবুয়ের বিপক্ষে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় একমাত্র টেস্টে অভিজ্ঞ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছেন। টেস্টের...

এই বিভাগের অন্যান্য সংবাদ