spot_img

বিমানবন্দরে ক্রিকেটারদের সঙ্গে ঘটা ঘটনা নিয়ে নাঈম শেখের আবেগঘন বার্তা

অবশ্যই পরুন

এশিয়া কাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় বাংলাদেশ দলকে নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিফলন ছিল স্পষ্ট। এরপর আফগানিস্তান সিরিজ থাকায় জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে থেকে যান।

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে ভিন্ন চিত্র দেখা গেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটির।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে গতকাল বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে দেশে ফিরলে বিমানবন্দরে ক্ষুব্ধ দর্শকদের মুখোমুখি হন টাইগার ক্রিকেটাররা। নিকট অতীতে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি তাদের।

কেউ দুয়ো শুনেছেন, কেউ আবার পরিবারের সামনেই হেনস্তার শিকার হয়েছেন। তাওহীদ হৃদয় ও নাঈম শেখের গাড়ির দিকে ক্ষোভ প্রকাশের ঘটনাও ঘটে, যা তুলনামূলক দীর্ঘ সময় ধরে চলেছে। এতে স্বাভাবিকভাবেই মর্মাহত হন নাঈম শেখ।

পরবর্তীকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দেন এই বাঁ-হাতি ওপেনার।

নাঈম লিখেছেন, আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না, দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে—এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।

তিনি আরও লেখেন, কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনও দেশের প্রতি ভালোবাসা বা চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।

সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে নাঈম বলেন, ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক, লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়ব, আবার উঠবো—দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দুর্বল পারফরম্যান্স উপহার দেয়। বিশেষ করে শেষ দুই ম্যাচে টাইগাররা ১০৯ ও ৯৩ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হারে। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও ম্যাচ হেরে যাওয়া হতাশা আবারও মনে করিয়ে দেয় সমর্থকদের। পুরো ওয়ানডে সিরিজে কেবল শেষ ম্যাচে খেলেন নাঈম শেখ, যেখানে তিনি ২৪ বল খেলে মাত্র ৭ রান করেন।

1

সর্বশেষ সংবাদ

ভোট পেছাতে দাবিদাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে একটি পক্ষ: মির্জা ফখরুল

আসন্ন নির্বাচন পেছাতে একটি পক্ষ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ