বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করলেন ফ্রেংকি ডি ইয়ং। ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন এই ডাচ মিডফিল্ডার।
বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে লা লিগা চ্যাম্পিয়নরা।
বার্সেলোনায় ডি ইয়ংয়ের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। সেই চুক্তি বাড়িয়ে কাতালানদের হয়েই মাঠ মাতানোর সিদ্ধান্ত নেন তিনি। চুক্তির পাশাপাশি বাড়ানো হয়েছে তার রিলিজ ক্লজও। ৪০ কোটি ইউরো থেকে বেড়ে হয়েছে ৬০ কোটি ইউরো।
বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ২৬৭ ম্যাচ খেলে ডি ইয়ংয়ের গোল ১৯টি, অ্যাসিস্ট ২৪টি। জিতেছেন দুটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।