spot_img

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা

অবশ্যই পরুন

বলিউডের অন্যতম সেরা অভিনেতা অভিষেক বচ্চনের জন্য ২০২৫ সালটি বিশেষ এক বছর। এই বছরই তিনি পূর্ণ করলেন হিন্দি চলচ্চিত্র জগতে ২৫ বছর, আর সেই সঙ্গে পেলেন তার প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার। পুরস্কার গ্রহণের সময় পাশে ছিলেন মা জয়া বচ্চন ও বোন শ্বেতা বচ্চন। তবে স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা উপস্থিত না থাকায় শুরু হয় নানা গুঞ্জন। যদিও অভিষেক তার বক্তৃতায় স্ত্রী ও মেয়ের প্রতি ভালোবাসার কথা বিশেষভাবে উল্লেখ করেন, তবুও সামাজিক মাধ্যমে প্রশ্ন থামেনি।

 এই সময়েই নেটদুনিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়ে এক ভিডিও  যেখানে দেখা যায় ঐশ্বরিয়া ও অভিষেককে একসঙ্গে। ঐশ্বরিয়া পরেছেন উজ্জ্বল লাল রঙের সালোয়ার কামিজ আর অভিষেক পরেছেন কালো স্যুট। ভিডিওটি দেখে অনেকেই ধরে নেন, এটি তাদের ২০২৫ সালের কারবা চৌথ উদযাপনের দৃশ্য। কিন্তু প্রকৃতপক্ষে, ভিডিওটি একেবারেই নতুন নয়।

ভাইরাল ক্লিপটি আসলে ২০১৯ সালের, যখন ঐশ্বরিয়া ও অভিষেক যোগ দিয়েছিলেন মুকেশ আম্বানির বোন নীনা কোঠারির মেয়ে নায়নতারা কোঠারির প্রি-ওয়েডিং পার্টিতে, যা অনুষ্ঠিত হয়েছিল মুম্বইয়ের অ্যান্টিলিয়াতে। চমকপ্রদ, তারকাখচিত সেই অনুষ্ঠানে বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন, আর ঐশ্বরিয়া–অভিষেক জুটি সেদিনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন।

ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই ভুল তথ্য সংশোধন করেছেন। একজন লিখেছেন, এটা কারবা চৌথের নয়, এটা ২০১৯ সালের আম্বানি প্রি-ওয়েডিং পার্টির ভিডিও। আরও একজনের মন্তব্য, অনেক পুরনো ভিডিও, অন্তত ৮–১০ বছর আগের।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ