spot_img

থামছেই না ডেঙ্গুর প্রকোপ, একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪২।

বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ৭৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮ জন, বরিশাল বিভাগে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, খুলনায় বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ১৯ ও সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৪ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৫৭ হাজার ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান ও তালেবান পক্ষ পরস্পরের সম্মতিতে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বুধবার ( ১৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ