spot_img

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো আইএমএফ

অবশ্যই পরুন

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আর্থিক প্রতিষ্ঠানটির গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

তবে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে বলে মনে করছে আইএমএফ। এ বছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার আগের অর্থবছরের চেয়ে বাড়বে। চলতি অর্থবছর শেষে যা দাঁড়াবে ৪ দশমিক ৯ শতাংশ।

গত জুনে আইএমএফ চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। তিন মাসের ব্যবধানে এই পূর্বাভাস কমিয়েছে। যদিও এর কারণ আউটলুকে উল্লেখ করা হয়নি।

অন্তর্বর্তী সরকার অবশ্য চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হার ঠিক করেছে ৫ দশমিক ৫ শতাংশ। গেলো অর্থবছরে জিডিপিতে ৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

আইএমএফের নতুন পূর্বাভাস অনুসারে, এ বছর বৈশ্বিক গড় জিডিপিতে প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ। আর ২০৩০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৫ শতাংশ।

এদিকে, চলতি অর্থবছরে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। এ হার ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১০ শতাংশ।

সর্বশেষ সংবাদ

পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

২৭ ঘণ্টার এক সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ