spot_img

আবুধাবিতে লজ্জার ইতিহাস গড়ে শেষ ম্যাচেও হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ

অবশ্যই পরুন

মিশনটা ছিল ধবলধোলাই এড়ানোর। সেটা তো হলোই না; উল্টো আবুধাবিতে ইতিহাস গড়া হারে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলার ছেলেরা। আবুধাবিতে ওয়ানডে ফরম্যাটে (রানের ব্যবধানে) এটিই সবচেয়ে বড় হার।

মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দেয় আফগানরা।

জবাবে ব্যাটিংয়ে নেমে ২৭.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৯৩ রানে থামে মিরাজরা। দলের পক্ষে একজনই দুই অংকের কোটায় পৌঁছাতে পেরেছে। তিনি সাইফ হাসান। করেছেন ৫৪ বলে ৪৩ রান। বাকিরা সবাই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। বিষয়টা এমন— ক্রিজে গেছেন, স্ক্রিনে নিজের নাম দর্শকদের দেখিয়ে পুনরায় প্যাভিলিয়নে ফেরত এসেছেন।

আফগানদের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন বিলাল সামি। তিন উইকেট পেয়েছেন রশিদ খান। একটি রান আউট এবং অন্যটি ওমরজাই।

এর আগে, প্রথমে ব্যাটিংয়ে নেমে গুরবাজ ও জাদরান মিলে দারুণ শুরু এনে দেন আফগানদের। ৯৯ রানের মাথায় গুরবাজকে ফিরিয়ে স্পিনার তানভির ভাঙেন সেই ওপেনিং জুটি।

তিনে নেমে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সেদিকুল্লাহ অটল। ২৯ রান করছেন তিনি। ১৭৩ রানে অটল আউট হওয়ার পর ধস নামে আফগানদের ইনিংসে। সাইফ হাসানের দুর্দান্ত স্পেলে দুইশর আগেই ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

তবে শেষদিকে আবারো ঝড় তোলেন নবি। একাই ইনিংসের মোড় ঘুরিয়ে দেন। শেষ দুই ওভারে তুলেন ৪৪ রান। নিজের ফিফটি করেন মাত্র ৩৫ বলে। তাতে বড় সংগ্রহ পায় তার দল।

আফগানিস্তানের ইনিংসে ৪ ওভারে ৬ রানের খরচায় ৩ উইকেট নেন সাইফ হাসান। দুটি করে উইকেট পান হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। সর্বোচ্চ ৬৭ রানের খরচায় ১ উইকেট পান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

তিন ম্যাচের সিরিজে সেরার পুরস্কার উঠেছে ইবরাহিম জাদরানের হাতে। আর এই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বিলাল সামি।

সর্বশেষ সংবাদ

আশা জাগিয়েও রাকিবের গোলে হংকংয়ে ড্র করলো বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম দেখায় হংকং, চায়নার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরেছিল বাংলাদেশ। তবে ফিরতি দেখায় হংকংকে তাদেরই...

এই বিভাগের অন্যান্য সংবাদ