spot_img

নেট দুনিয়ায় ঝড় তুলেছে রাশমিকা-মালাইকার ‘পয়জন বেবি’

অবশ্যই পরুন

অন্তর্জালে প্রকাশ পেয়েছে রাশমিকা মান্দানা অভিনীত বলিউড সিনেমা ‘থাম্মা’-র বহুল আলোচিত আইটেম গান ‘পয়জন বেবি’। গানটিতে নাচের তালে তালে দর্শকদের মাতিয়েছেন ৫২ বছর বয়সী তারকা মালাইকা অরোরা।

‘পয়জন বেবি’ নিয়ে হাজির মালাইকা-রাশমিকা

গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অমিতাভ ভট্টাচার্য। এতে কণ্ঠ দিয়েছেন জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর ও দিব্যা কুমার। সংগীত পরিচালনাও করেছেন শচীন-জিগর জুটি।

Thamma song Poison Baby Song Reaction: Malaika Arora sets the screen on  fire, - YouTube

গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। একদিকে রাশমিকা মান্দানার উপস্থিতি, অন্যদিকে মালাইকা অরোরার নজরকাড়া পারফরম্যান্স—সব মিলিয়ে গানটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

দর্শক ও সমালোচকরা বলছেন, মালাইকার বয়স যেন শুধুই সংখ্যা, ‘পয়জন বেবি’ গানে তার নাচ ও গ্ল্যামার নতুন প্রজন্মের অনেককেই পিছনে ফেলেছে।

৫২-তেও উপচে পড়ছে যৌবন, ‘পয়জন বেবি’তে মালাইকার সামনে এক্কেবারে ফিকে রশ্মিকা!

মালাইকার সামনে রাশমিকার পারফরমেন্স খুব একটা জমাতে পারেনি বলেই মনে করছেন নেটিজেনরা। গানটির প্রতিক্রিয়ায় একজন মন্তব্য করেছেন, ‘রাশমিকা এবং মালাইকা আরোরার নাচ ফাটাফাটি, তবে মালাইকা এগিয়ে রয়েছেন’।

আদিত্য সরপোদ্দার পরিচালিত ‘থাম্মা’ সিনেমাটি স্ত্রী (২০১৮), ভেদিয়া (২০২২), মুঞ্জিয়া এবং স্ত্রী ২ (২০২৪) এর পরে ম্যাডকের হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম কিস্তি।

দীনেশ ভিজান এবং অমর কৌশিক প্রযোজিত এই ছবি ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ সংবাদ

নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করবে ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে জোটটির কূটনৈতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ