spot_img

আইসিসিবিতে শুরু হলো জাতীয় ফার্নিচার মেলা

অবশ্যই পরুন

রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) শুরু হয়েছে ২০তম জাতীয় ফার্নিচার মেলা। দুপুর ১২টায় আইসিসিবির রাজদর্শন হলে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে এবারের মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। মেলা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

আয়োজকেরা জানান, এটি দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আইসিসিবির তিনটি হলে—গুলনকশা (হল–১), পুষ্পগুচ্ছ (হল–২) এবং রাজদর্শন (হল–৩)।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশীয় ফার্নিচার শিল্প বর্তমানে দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং রপ্তানিতেও উল্লেখযোগ্য অবদান রাখছে। মেলার মূল উদ্দেশ্য হলো দেশীয় শিল্পের উন্নয়ন এবং বৈদেশিক বাজারে রপ্তানি আরও বাড়ানো।

এবারের মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ৪৮টি ফার্নিচার কোম্পানি। ২৭৮টি স্টলে তারা তাদের সর্বাধুনিক নকশা ও পণ্য প্রদর্শন করছে। উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে—আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগ্যাল ও লেগাসি।

মেলার প্রথম দিন শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী ২০ জন শিশুকে পুরস্কৃত করা হবে, যার মোট অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা।

মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার, আর পার্টনার হিসেবে আছে অ্যাকসেস ইনফোটেক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

সর্বশেষ সংবাদ

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি; উৎপাদকরা বাড়িয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ