spot_img

ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় হঠাৎ নিরাপত্তা জোরদার

অবশ্যই পরুন

ঢাকায় মার্কিন দূতাবাস ও আশপাশের এলাকায় সোমবার (১৩ অক্টোবর) রাতে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন। এ ছাড়া পুলিশের গুলশান বিভাগের সদস্য ঘটনাস্থলে যান।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ওসি হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

তবে কেন হঠাৎ মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হলো– এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, সোমবার মধ্যরাতে মার্কিন দূতাবাসের সামনে ও আশপাশ এলাকায় পুলিশের একাধিক গাড়ি দেখা গেছে। এর মধ্যে সোয়াটেরও গাড়ি রয়েছে।

সর্বশেষ সংবাদ

কিউবায় সাবেক অর্থমন্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেজান্দ্রো গিলকে। সোমবার (৮ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হন...

এই বিভাগের অন্যান্য সংবাদ