spot_img

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

অবশ্যই পরুন

রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম তাসলিমা আক্তার। আর তার স্বামীর নাম নজরুল ইসলাম।

নিহত তাসলিমার মেয়ের অভিযোগ, তার বাবা মাদকসেবী ছিলেন। মাঝেমধ্যেই ঝগড়া করতেন তসলিমার সাথে। মারধরও করতেন।

তার অভিযোগ, গতরাতে তার মা তসলিমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেয় নজরুল। পরে সকালে মেয়েদের নিয়ে বোনের বাড়িতে রেখে আসেন।

খবর পেয়ে বাসার তালা ভেঙে ডিপ ফ্রিজ থেকে মুখ বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগেই নিহত নারীর স্বামী নজরুল ইসলাম পালিয়ে যায়।

কলাবাগান থানারওসি মো. ফজলে আশিক ঘটনা সত্যতার নিশ্চিত করে জানান, কলাবাগান প্রথম লেন লন্ডন কলেজের পাশে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে ওই নারী লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে যতটুক জানা গেছে গতকাল রাতে যেকোনো কারণে হত্যার পর স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীর লাশ ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়।

এ ঘটনায় এরইমধ্যে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত নজরুলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের।

সর্বশেষ সংবাদ

বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ