ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। সোমবার (১৩ অক্টোবর) ফরাসি সামরিক বিমানে দেশ ত্যাগ করেন। খবর দ্য গার্ডিয়ানের।
জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই দেশ ছাড়েন তিনি। বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা কেউ জানেন না।
ফ্রান্সের রাষ্ট্রীয় রেডিও (আরএফআই) জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দেশত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি একইসঙ্গে ফ্রান্সের নাগরিক।
দেশটির তরুণরা দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং তার পদত্যাগের দাবি জানিয়েছে। আজ সোমবার আনটানানারিভো সিটি হলের সামনে ভিড় জমায় মানুষ। পতাকা হাতে নেচে-গেয়ে প্রতিবাদে অংশ নেন, কেউ কেউ সামরিক যানবাহনের উপরও উঠে যান।
এর আগে, গত সেপ্টেম্বরে মাদাগাস্কারে দীর্ঘদিন ধরে চলমান পানি ও বিদ্যুৎ সংকট নিয়ে প্রতিবাদের সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে দেশটির সাধারণ জনগণ। যা ধীরে ধীরে চরম আকার ধারণ করে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, ৫১ বছর বয়সী রাষ্ট্রপতি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত দায়িত্বে ছিলেন। ২০২৩ সালে পুনরায় ক্ষমতায় ফিরে আসেন।