প্রায় পাঁচ দশক পর চার্লি চ্যাপলিনের মৃত্যুর পর তার অসমাপ্ত শেষ সিনেমা ‘দ্য ফ্রিক’-এর চিত্রনাট্য প্রথমবারের মতো ইংরেজিতে প্রকাশিত হতে যাচ্ছে। কিংবদন্তি এই চলচ্চিত্র নির্মাতার জীবনের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প বলেই বিবেচিত হচ্ছে এটি।
‘দ্য ফ্রিক: দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড ফিল্ম’ শিরোনামে প্রকাশিতব্য এই গ্রন্থটিতে থাকছে চ্যাপলিনের মূল চিত্রনাট্য, স্টোরিবোর্ড, প্রোডাকশন নোট, সংগীত রচনার খসড়া এবং তার নিজস্ব অডিও রেকর্ডিংসহ প্রায় ৩,০০০ পৃষ্ঠার দুর্লভ উপাদান।
গল্পটি ঘুরে দাঁড়ায় সারাফা নামে এক রহস্যময় পাখাওয়ালা নারীকে ঘিরে। এই নারীকে মানুষরূপী পাখি হিসেবে বর্ণনা করেছেন চ্যাপলিন। সারাফার ক্ষমতা রয়েছে মানুষকে নিরাময় করার, সমাজে শান্তি ফিরিয়ে আনার। মাতাল একজন পথচারী হিসেবে চ্যাপলিন নিজেও ছবিটিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের পরিকল্পনা করেছিলেন। তিনি হাউস অব পার্লামেন্টের উপরে উড়তে থাকা সারাফাকে দেখতে পান।
চ্যাপলিন এস্টেটের ম্যানেজার আর্নল্ড লোজানো জানান, ‘এটি চ্যাপলিনের শেষ চলচ্চিত্র প্রকল্পের প্রথম পূর্ণাঙ্গ উপস্থাপনা। ‘দ্য ফ্রিক’ তার কর্মজীবনের অন্য যেকোনো কাজ থেকে আলাদা। তবে এতে চ্যাপলিনের চেনা সেই মানবিকতা, ব্যঙ্গ, আর ফ্যান্টাসির ছাপ স্পষ্ট।’
১৯৭৭ সালে মাত্র ৮৮ বছর বয়সে মারা যান চ্যাপলিন। জীবনের শেষদিকে এই প্রকল্পে তিনি গভীরভাবে জড়িত ছিলেন। ২০২০ সালে এটি শুধু ইতালিতে একটি অনুবাদে প্রকাশ পায়। এবারই প্রথম মূল ইংরেজি চিত্রনাট্য প্রকাশ পাচ্ছে ব্রিটিশ প্রকাশনা প্রতিষ্ঠান স্টিকিং প্যালেস বুকস থেকে।
সূত্র: আনাদোলু এজেন্সি