spot_img

ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এখন রাজধানীর গুলশান এলাকার ভোটার। এর আগে তিনি মিরপুর এলাকার ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।

ইসি সূত্র জানায়, প্রধান উপদেষ্টার আগের ঠিকানা ছিল রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স। নতুন করে এই ঠিকানা পরিবর্তন করে তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা গুলশান-২ এলাকায় অবস্থিত।

তার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে হলেও বর্তমানে তিনি গুলশান এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

সূত্রটি আরও জানায়, ঠিকানা পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টা চলতি বছরের ফেব্রুয়ারিতে আবেদন করেন। এরপর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর তার আবেদন অনুমোদন করেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যে এলাকার ভোটার হন, সেই এলাকার নির্বাচনে ভোট প্রদান করতে পারেন একজন নাগরিক। সেই হিসেবে এখন থেকে প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশান এলাকায়, যা ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত।

সর্বশেষ সংবাদ

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

দিন কয়েক আগেই শোনা যায়, প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। এ নিয়ে যখন...

এই বিভাগের অন্যান্য সংবাদ