spot_img

সীমান্ত জুড়ে সংঘর্ষে ২০০ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

অবশ্যই পরুন

পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে ২০০ জনের বেশি তালেবান ও তাদের সহযোগীদের নিহতের দাবি করছে পাকিস্তান। এ ছাড়াও দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের ২৩ জন সেনা নিহত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতির বরাতে দেশটির গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, রাতভর সংঘর্ষে দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে গিয়ে পাকিস্তানের ২৩ জন সাহসী সন্তান শাহাদাৎবরণ করেছেন এবং আরও ২৯ জন সেনা আহত হয়েছেন।

তারা দাবি করেছে, তাদের অভিযানে ২০০ জনের বেশি তালেবান ও তাদের সহযোগী নিহত হয়েছে এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি।

অন্যদিকে, লাগাতার বিমান হামলার প্রতিশোধ নিতেই সীমান্তে গুলি ছুঁড়েছে বলে দাবি করেছে তালেবান। পাকিস্তানের কমপক্ষে ৫৮ সেনা নিহতের দাবি করেছে দেশটি।

সর্বশেষ সংবাদ

বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ