spot_img

যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরলেন পাঁচ লাখেরও বেশি মানুষ

অবশ্যই পরুন

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বাস্তুচ্যুত হওয়া মানুষের ঢল নেমেছে। সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গত শুক্রবার ইসরায়েলি হামলা বন্ধ হওয়ার পর থেকে পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল শনিবার এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসরায়েলের হামলা থেমে যাওয়ার পরপরই ব্যাপক জনস্রোত দেখা গেছে এবং গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষেরও বেশি মানুষ গাজা শহরে ফিরে এসেছেন।

দুই বছরের দীর্ঘ সংঘাত শেষে যুদ্ধ থেমে যাওয়ায় ধ্বংসস্তূপে ঢাকা গাজা আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে। দুই বছরের দীর্ঘ সংঘাতের পর ফিলিস্তিনিরা এখন ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছেন।

যুদ্ধবিরতির আগে ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় প্রায় ৭ লক্ষ মানুষ গাজা শহর ও উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। এই সংঘাতে ইতোমধ্যে ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজার বেশিরভাগ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

সূত্র: মিডল ইস্ট আই

সর্বশেষ সংবাদ

আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে

সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ দেখে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ