spot_img

সমাজে অর্থবহ পরিবর্তন আনার শক্তি তরুণদের মধ্যেই রয়েছে: প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

তরুণদের সাহসী, দূর দৃষ্টিসম্পন্ন হতে হবে। পাশাপাশি স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার উদ্যোগ নিতে হবে। কারণ তাদের মধ্যেই সমাজে অর্থবহ পরিবর্তন আনার শক্তি রয়েছে।

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের তরুণ রাজনৈতিক নেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টা তরুণ রাজনীতিবিদদের সঙ্গে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। এ সময় প্রতিনিধিরা জুলাই অভ্যুত্থান, তরুণদের অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ ও দিকনির্দেশনা চান।

প্রধান উপদেষ্টা বলেন, দ্রুত বিশ্ব পরিবর্তন হচ্ছে। আজকের তরুণরা আগের প্রজন্মের মতো নয়। তাদের বেড়ে উঠা প্রযুক্তির সঙ্গে। তরুণদের মধ্যে স্বপ্ন বাস্তবায়নের সব উপকরণ রয়েছে। অনেকে তরুণরাই ভবিষ্যৎ এমন কথা বলে থাকেন। কিন্তু আমি বলি তরুণরাই বর্তমান। সেই স্বপ্ন বাস্তবায়নের সব উপকরণই আছে।

তিনি আরও বলেন, জুলাই এক ঐতিহাসিক মুহূর্ত ছিল। বাংলাদেশ এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় তরুণদের সঙ্গে দেখা করে তাদের স্বপ্ন-আকাঙ্ক্ষা জানার চেষ্টা করতে প্রতিনিধি দলটির কাছে আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব

যখন সাংবাদিকদের চুপ করানো হয়, তখন সবার কণ্ঠ থেমে যায়— এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (২ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ