spot_img

বিয়ের গুঞ্জনে নীরবতা ভাঙলেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী

অবশ্যই পরুন

চণ্ডীগড়ের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের গুঞ্জনে সম্প্রতি শিরোনামে উঠে আসেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ৪২ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি, তবে শোনা যাচ্ছে, এবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন তৃষা। গুঞ্জন ছড়িয়ে পড়তেই মজাদার ভঙ্গিতে সেই জল্পনার ইতি টানলেন তৃষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন ব্যাঙ্গাত্মক উত্তর।

নিজের ইনস্টাগ্রামের এক স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘মানুষ যখন আমার জীবনের পরিকল্পনা করে দেয়, দারুণ লাগে! এখন শুধু তাদের মধুচন্দ্রিমার তারিখ ঠিক করার অপেক্ষা!’

এক ব্যঙ্গাত্মক মন্তব্যে বিয়ের জল্পনা পুরোপুরি উড়িয়ে দিলেন অভিনেত্রী। এর আগে, ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘লিও’ অভিনেত্রী।

দ্য সিয়াসাত ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, পাত্র চণ্ডীগড়ের একজন ব্যবসায়ী, যিনি মূলত অস্ট্রেলিয়ায় নিজের ব্যবসা শুরু করে পরে তা ভারতে সম্প্রসারিত করেন।

উল্লেখ্য, ২০১৫ সালে উদ্যোক্তা বরুণ মানিয়ানের সঙ্গে তৃষা কৃষ্ণানের বাগদান হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয় থেকেছেন তিনি।

তৃষাকে সবশেষ দেখা গেছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘থাগ লাইফ’ সিনেমাতে। এতে ইন্দ্রাণী চরিত্রে তার অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। মণি রত্নম পরিচালিত এই ছবিতে তার সঙ্গে ছিলেন কমল হাসান। আগামীতে ‘কারুপ্পু’ এবং ‘বিষম্ভরা’ ছবিতে দেখা যাবে তৃষা কৃষ্ণানকে।

সর্বশেষ সংবাদ

আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে

সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ দেখে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ