অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের লেক ইলাওয়ারা এলাকার শেলহারবার বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওলোনগং থেকে ২০ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে শনিবার সকাল ১০টার দিকে একটি বিমান দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।
লেক ইলাওয়ারা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে।
বিমানটি রাজ্যের মধ্য পশ্চিমাঞ্চলীয় বাথার্স্টে যাচ্ছিল। রানওয়েতে পড়ে বিমানটিতে আগুন ধরে গেলে দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
দমকল বাহিনীর পরিদর্শক অ্যান্ড্রু বারবার জানিয়েছেন, দুর্ঘটনার সময় স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে প্রশিক্ষণ নিচ্ছিল। কয়েক মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে জ্বালানি দাহ্য হওয়ায় যাত্রীদের বাঁচানোর কোনো সুযোগ ছিল না।