spot_img

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের লেক ইলাওয়ারা এলাকার শেলহারবার বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওলোনগং থেকে ২০ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে শনিবার সকাল ১০টার দিকে একটি বিমান দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।

লেক ইলাওয়ারা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে।

বিমানটি রাজ্যের মধ্য পশ্চিমাঞ্চলীয় বাথার্স্টে যাচ্ছিল। রানওয়েতে পড়ে বিমানটিতে আগুন ধরে গেলে দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

দমকল বাহিনীর পরিদর্শক অ্যান্ড্রু বারবার জানিয়েছেন, দুর্ঘটনার সময় স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে প্রশিক্ষণ নিচ্ছিল। কয়েক মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে জ্বালানি দাহ্য হওয়ায় যাত্রীদের বাঁচানোর কোনো সুযোগ ছিল না।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কারো সেফ এক্সিট প্রয়োজন নেই, অপশাসন এবং দুর্নীতি থেকে বাংলাদেশের সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ