spot_img

নতুন লুকে শাকিব খান

অবশ্যই পরুন

নতুন চলচ্চিত্র ‘সোলজার’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। কিছুদিন আগেই সিনেমাটির ঘোষণা সংবলিত একটি গ্লিম্পস প্রকাশিত হলে দর্শকদের মধ্যে দেখা দেয় ব্যাপক আগ্রহ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে এক নতুন লুকে হাজির হন শাকিব খান, যা দেখে মুগ্ধ ভক্তরা। এদিন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ‘সোলজার’-এর একটি নতুন পোস্টার প্রকাশ করেন তিনি, যা ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা।

সঙ্গে একটি বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘ইয়োর সোলজার অ্যাট ইওর সার্ভিস’- অর্থাৎ, আপনার সৈনিক আপনার সেবায়!

সেই পোস্টারে শাকিবকে দেখা গেছে একজন রহস্যময়-দৃঢ়চেতা পুরুষ হিসেবে। মোটা গোঁফ এবং চোখে-মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি; সব মিলিয়ে লুকটি একদমই চিরচেনা শাকিব খানের থেকে আলাদা।

স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। নতুন এই ঝলকেও তার ব্যতিক্রম ঘটল না।

তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘দৃঢ় সৌন্দর্য ভাই!’ আরেকজনের মন্তব্য, ‘তাকে রণবীর কাপুরের মতো লাগছে।’

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়াও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখ।

সিনেমাটি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কারো সেফ এক্সিট প্রয়োজন নেই, অপশাসন এবং দুর্নীতি থেকে বাংলাদেশের সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ