spot_img

ভেনেজুয়ালাকে হারালো আর্জেন্টিনা

অবশ্যই পরুন

প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এদিন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সকাল ৬টায় ভেনেজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা। যদিও এই ম্যাচেও লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ স্কালোনি। তবে দলে না থাকলেও খেলা দেখতে পরিবার নিয়ে মাঠে হাজির ছিলেন লিও।

ম্যাচের ৩১ মিনিটে লিড নেয় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো নাম তোলেন স্কোর শিটে। আধিপত্য দেখালেও প্রথমার্ধে আর কোনো গোল পায়নি আলবি সেলেস্তারা।

আগেই এ ম্যাচের একাদশে অনিশ্চিত ছিলেন লিওনেল মেসিকে খেলানো হবে কি না। মেজর লিগ সকারে (এমএলএস) ব্যস্ত সূচির কারণে গত ২১ দিনে ইন্টার মায়ামির হয়ে মেসিকে খেলতে হয়েছে ৬টি ম্যাচ।

উল্লেখ্য, গত মাসে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে কনমেবল অঞ্চলের শীর্ষ দল হিসেবে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা, যার শুরুটা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচ দিয়ে।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কারো সেফ এক্সিট প্রয়োজন নেই, অপশাসন এবং দুর্নীতি থেকে বাংলাদেশের সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ