spot_img

ট্রাম্পকে নোবেল না দেয়ায় ক্ষুব্ধ হোয়াইট হাউস

অবশ্যই পরুন

বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ ঠেকানোর কথা ঢাক-ঢোল পিটিয়ে প্রচার করেও এবারও শান্তিতে নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নোবেল কমিটির এমন সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউজ।

প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদেও ইরান-ইসরায়েল, ভারত-পাকিস্তান ও থাইল্যান্ড-কম্বোডিয়াসহ বিশ্বের বিভিন্ন সংঘাত থামিয়েছেন বলে বেশ ফলাও করে প্রচার করতেন তিনি।

সম্প্রতি ইসরায়েল-হামাসের মধ্যে শান্তি সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা সত্ত্বেও কেনো বহুল প্রতিক্ষিত নোবেল পেলেন না এই মার্কিন প্রেসিডেন্ট?

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এবছর জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই মনোনয়ন সংগ্রহ শেষ করে নোবেল কমিটি। পাশাপাশি, চলতি বছর কাকে নোবেল দেয়া হবে, তা নির্ধারিত হয় পূর্ববর্তী বছরের কাজের ভিত্তিতে।

২০২৪ সালে ট্রাম্প পেসিডেন্ট নির্বাচিত হলেও তখনও দায়িত্ব গ্রহণ করেননি তিনি। তাই, বিশ্বে শান্তি ফেরাতে তার দাবি করা পদক্ষেপের ভিত্তিতে, এবছর অন্তত নোবেল পাওয়ার কথাই ছিলো না মার্কিন প্রেসিডেন্টের।

তবে, ভবিষ্যতেও সে সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। বলছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর গণহত্যায় পরোক্ষ সমর্থন দিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা, আন্তর্জাতিক বিভিন্ন সহায়তা সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়া আসা এবং বিশ্বব্যাপী বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্কহার চাপানোর মতো সিদ্ধান্ত ট্রাম্পের নোবেল প্রাপ্তির সম্ভাবনাকে বিতর্কিত করেছে।

নোবেল ইতিহাসবিদ অ্যাসলে সেভেন বলেন, মুখে মুখে মানুষ হত্যাকে ঘৃণা করলেও গাজায় গণহত্যাকে সমর্থন দিয়েছিলেন তিনি। আরেক যুদ্ধপরাধী ভ্লাদিমির পুতিনকে লাল গালিচায় স্বাগত জানিয়েছেন তিনি। ফলাফল, দীর্ঘয়িত হচ্ছে ইউক্রেন যুদ্ধ। এসব কারণেই তার নোবেল প্রাপ্তির সম্ভাবনা কম।

পিস রিসার্চ ইন্সিটিউটের পরিচালক নিনা গ্রেগার বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে সরিয়ে এনেছেন। বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে পরিস্থিতি অস্থিতিশীল করেছেন। এমন বিতর্কিত কাউকে পুরস্কৃত করে সম্মান খোয়াতে চাইবে না নোবেল কমিটি।

এদিকে, নোবেল না পাওয়ায় এক্স পোস্টে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প প্রসানের এক কর্মকর্তা। অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি।

এখন পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন বারাক ওবামাসহ মোট চারজন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: রয়টার্স।

সর্বশেষ সংবাদ

ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহত করতে হবে: জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহাড়ায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদেরকে প্রতিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ