spot_img

গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জার্মানি

অবশ্যই পরুন

ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাসের) যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জার্মানি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্‌জ জানিয়েছেন, গাজার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে তার দেশ ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন ডলার) প্রদান করবে।

মের্‌জ এক্সে এক পোস্টে বলেন, ‘আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করবো।’

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী দিনগুলোতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ