শ্রমিকের পাওনা না দিয়ে কোনো মালিককে আরাম আয়েশে থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব জানান তিনি। উপদেষ্টা বলেন, কাজের জায়গায় হেনস্তা, বিশেষ করে নারী শ্রমিকদের হেনস্তা করার বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না। মালিক পক্ষ এটা করলে ব্যবস্থা নেয়া হচ্ছে হবে। মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
শ্রম অধিকার প্রসঙ্গ নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এসময় উপস্থিত অতিথিরা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া ও সমস্যার কথা তুলে ধরেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা বলেন, এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনফরমাল শ্রমিকদের আইনের আওতায় আনা, এ নিয়ে কাজ করছে সরকার। তবে আগামীতে নির্বাচিত সরকারকেও এ বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে।
উপদেষ্টা বলেন, শ্রম মন্ত্রণালয় আগের থেকে অনেক এগিয়ে গেছে। দাবি দাওয়া অনেক, শ্রমিক অসন্তোষ ব্যাপক। তবে সেটা সরকার কিছুটা হলেও লাঘব করতে পেরেছে। নতুন নতুন গজিয়ে ওঠা শ্রমিক নেতারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। তাদের বিষয়ে দীর্ঘ সময় ধরে কাজ করা সিনিয়র শ্রমিক নেতাদের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান উপদেষ্টা।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, বিভিন্ন সময়ে করা মালিক পক্ষের করা ৪৮ হাজার মামলা উইথ-ড্র করা হয়েছে। আগামীতে কোনো মালিকপক্ষ শ্রমিকদের ব্ল্যাকমেইল করতে পারবে না।