spot_img

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

অবশ্যই পরুন

চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক নিয়ে গবেষণায় এ স্বীকৃতি মিলেছে।

আজ বুধবার (৮ অক্টোবর) তাদের নোবেল পুরস্কারে ভূষিত করেছে সুইডিশ রয়েল একাডেমি অব সায়েন্স।

কর্তৃপক্ষ জানায়, ধাতব জৈব কাঠামো আবিষ্কারের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। তারা এমন এক বিশাল আণবিক কাঠামো আবিষ্কার করেছেন যার মধ্য দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে।

কিতাগাওয়া জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। বাকি দু’জনের মধ্যে রবসন ইউনিভার্সিটি অব মেলবোর্ন এবং ইয়াঘি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় কর্মরত আছেন।

এখন পর্যন্ত রসায়নে ১১৬ বার নোবেল পুরস্কার দেয়া হয়েছে। এ ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ২০১৮ সালে ৯৭ বছর বয়সে নোবেল জেতেন জন বি গুডএনাফ।

সর্বশেষ সংবাদ

১৪ রানে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হেরেছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ