spot_img

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে: পুতিন

অবশ্যই পরুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

এতে বলা হয়, রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডারদের সাথে এক বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সফলতার কথা তুলে ধরেন ভ্লাদিমির পুতিন।

সেনা কমান্ডারদের নিয়ে আয়োজিত ওই বৈঠকে দেয়া ভাষণে তিনি দাবি করেন, চলতি বছর ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকার দখল নিয়েছে মস্কো। এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির প্রায় ২০ শতাংশ ভূমি।

পুতিন আরও দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সব সেক্টর থেকেই পিছু হটছে। মস্কোর একের পর এক আক্রমণে তারা বিপর্যস্ত বলেও জানান তিনি।

অপরদিকে ইউক্রেন জানিয়েছে, গত একদিনে রাশিয়ান বাহিনী ১১৬টি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের ওপর হামলা করেছে। এর মধ্যে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী ৮৩ টি ড্রোন সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানায় কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

এনসিপির মনোনয়নপত্র নিলেন জুলাই অভ্যুত্থানে ‘স্যালুট দেওয়া’ সেই রিকশাচালক

জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোচিত সেই রিকশাচালক সুজন এবার জাতীয় নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ