spot_img

গাজায় যে ভয়াবহতা ঘটছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়: মার্কিন সিনেটর

অবশ্যই পরুন

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সর্বাত্মক হামলা’ আখ্যা দিয়ে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার গাজা যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেওয়া এক বিবৃতিতে স্যান্ডার্স বলেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার ও হামাসের বিরুদ্ধে লড়াইয়ের অধিকার অবশ্যই আছে। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার উগ্রপন্থী সরকার শুধু হামাসের বিরুদ্ধেই যুদ্ধ করেনি, তারা পুরো ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধে যে ভয়াবহতা ঘটছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

স্যান্ডার্সের দাবি, গাজার ২২ লাখ জনগণের মধ্যে ইতিমধ্যে ৬৭ হাজারের বেশি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন। তিনি ইসরায়েলের অবরোধ নীতিকেই ক্ষুধা ও মানবিক বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

মার্কিন এই সিনেটর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পক্ষ থেকে নেতানিয়াহুসহ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আনা অভিযোগপত্রকেও সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আর এই ভয়াবহ ট্র্যাজেডির অংশীদার হতে পারে না। আমাদের অবশ্যই নেতানিয়াহু সরকারের প্রতি সামরিক সহায়তা বন্ধ করতে হবে।’

স্যান্ডার্স আরও জোর দিয়ে বলেন, ‘এখন সময় এসেছে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার—যাতে হত্যাযজ্ঞ থামে, জিম্মিদের মুক্ত করা যায়, গাজায় ব্যাপক মানবিক সহায়তা পাঠানো যায় এবং ফিলিস্তিনিদের নিজেদের রাষ্ট্র গঠনের পথ উন্মুক্ত হয়।’

সর্বশেষ সংবাদ

জুভেন্টাসের নতুন কোচ লুসিয়ানো স্প্যালেত্তি

নতুন হেড কোচের নাম ঘোষণা করলো ইতালিয়ান ক্লাব য়্যুভেন্টাস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ নতুন কোচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ