spot_img

ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ডেনমার্কের সহায়তায় কৃতজ্ঞ জেলেনস্কি

অবশ্যই পরুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধিতে সহায়তার জন্য ডেনমার্ককে কৃতজ্ঞতা জানিয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) কিয়েভে ডেনমার্কের শিল্প, ব্যবসা ও আর্থিক বিষয়ক মন্ত্রী মর্টেন বোদস্কভ-এর সঙ্গে বৈঠকে তিনি এই ধন্যবাদ জানান।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, পুনর্গঠন এবং যৌথ শিল্প প্রকল্প নিয়ে আলোচনা হয়।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, ডেনিশ সরকার এবং জনগণের প্রতি আমি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর প্রথম দিন থেকেই তারা ইউক্রেনের পাশে ছিল।

তিনি আরও জানান, ডেনমার্কের সহযোগিতার মডেল ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেছে। এর ফলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বাস্তব অবদান রেখেছে।

জেলেনস্কি বলেন, ‘আমরা এই ধরনের কার্যকর সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় আছি।’

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

এনসিপির মনোনয়নপত্র নিলেন জুলাই অভ্যুত্থানে ‘স্যালুট দেওয়া’ সেই রিকশাচালক

জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোচিত সেই রিকশাচালক সুজন এবার জাতীয় নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ