spot_img

ব্রিটেনে চীনা কোম্পানির বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৮৮০ %

অবশ্যই পরুন

ব্রিটেনে চীনা কোম্পানির বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৮৮০ %, যা দেশের বাইরে সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে বলে জানিয়েছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি ।

কোম্পানিটি বলেছে, গত মাসে যুক্তরাজ্যে তারা ১১ হাজার ২৭১টি গাড়ি বিক্রি করেছে, যার বেশিরভাগ বিক্রি হয়েছে সিল-ইউ মডেলের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি। এতো পরিমাণ গাড়ি বিক্রির পেছনে রয়েছে মূলত যুক্তরাজ্যে ইলেকট্রিক গাড়ির (ইভি) চাহিদা বৃদ্ধির প্রবণতা।

ব্রিটিশ মোটর শিল্প সংস্থা সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স (এসএমএমটি) জানিয়েছে, গত মাসে ইভি বিক্রি দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুধুমাত্র ব্যাটারি চালিত গাড়ির বিক্রি প্রায় ৭৩ হাজার ইউনিট। অন্যদিকে, প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রিও তুলনামূলকভাবে বেড়েছে।

সূত্র: বিবিসি নিউজ।

সর্বশেষ সংবাদ

শপথ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যয়

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ