spot_img

নবনির্বাচিত বিসিবি সভাপতিকে নাকভির শুভেচ্ছা

অবশ্যই পরুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান মহসিন নাকভি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নবনির্বাচিত বিসিবি সভাপতির প্রতি শুভেচ্ছা জানান তিনি।

বার্তায় বুলবুলের শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশার কথা জানান নাকভি। এছাড়া দু’দেশের ক্রিকেট বোর্ডের মাঝে আরও মজবুত সম্পর্ক হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন পিসিবি চেয়ারম্যান।

উল্লেখ্য, সোমবার বিসিবির ৪র্থ নির্বাচনে ঢাকা থেকে পরিচালক হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।

সর্বশেষ সংবাদ

ক্যাটরিনার ব্যক্তিগত ছবি ফাঁস, ক্ষুব্ধ শ্বশুরবাড়ি

বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে গত কয়েক মাস ধরেই জনসমক্ষে দেখা যাচ্ছিল না। ক্যামেরার ফ্ল্যাশ ও ইভেন্টের আলো থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ