বাংলাদেশে এসেই মাঠে নেমে পড়েছেন লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী। গতকাল অনুশীলনে ঘাম ঝরানোর পর আজও একই রূপে ধরা দেন তিনি। এরপর মুখোমুখি হন গণমাধ্যমের। সেই সংবাদ সম্মেলন আরও আকর্ষণীয় হয়ে ওঠে আঞ্চলিক ভাষায় হামজা কথা বললে। যেখানে তিনি জানান নিজের আগ্রহ-অনুভূতি ও হংকং, চায়না ম্যাচ নিয়ে উচ্চাশার কথা।
জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সিলেটের আঞ্চলিক ভাষায় হামজা হংকং ম্যাচ নিয়ে বলেন, ‘খুব চান্স আছে। আমি কোচের সঙ্গে মাতছি। আমাদের ট্যালেন্ট আছে, এগ্রেসিভনেস আছে, লাস্ট স্টেপ হলো, বহুত কনফিডেন্স পাইয়া ইনশা আল্লাহ আমরা উইনিং টিম হমু।’
এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচের একটিতে হার, অন্য ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে হাভিয়ের কাবরেরার দল। ফলে বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজ দলের।
ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। হামজার ভাষ্য, ‘খুব আশাবাদী, এ নিয়ে তৃতীয়বার আমি আইছি যে। আমার সম্পর্ক খুব ভালো হইছে কোচদের সঙ্গে, ফুটবলারদের সঙ্গে। টিম সপ্তাহখানেক ধরে হার্ডওয়ার্ক করতেছে, টিমে এসে ভালো লাগতেছে ইনশাআল্লাহ আমরা জিতমু।’
আগামী ৯ অক্টোবর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের আতিথেয়তা দেবে বাংলাদেশ। খেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।