spot_img

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজের সূচিতেই পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর এই পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। তবে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা হয়নি।

আগের সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল ১৮, ২০ ও ২৩ অক্টোবর। নতুন সূচিতে দ্বিতীয় ওয়ানডের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২০ তারিখের বদলে সেটা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর।

টি-টোয়েন্টি সিরিজে প্রথম ও দ্বিতীয় ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগের সূচিতে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি হওয়ার কথা ২৬ ও ২৮ অক্টোবর। এখন নতুন সূচিতে ম্যাচ দুটি হবে ২৭ ও ২৯ অক্টোবর।

সূচির বাকি সব কিছু আগের মতোই রাখা হয়েছে। সে হিসাবে ৩১ অক্টোবরই অনুষ্ঠিত হবে ৩য় টি-টোয়েন্টি ম্যাচ।

এই সিরিজে ওয়ানডে ম্যাচগুলো হবে ঢাকার মিরপুর স্টেডিয়ামে। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি আগেই চূড়ান্ত হয়েছিল। ১৫ অক্টোবর বাংলাদেশে আসছে তারা। দলটি ঢাকা ত্যাগ করবে ১ নভেম্বর।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী জার্মানি

বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে জার্মানি একসাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ