spot_img

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

অবশ্যই পরুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (৭ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, সোমবার (৬ অক্টোবর) দিবাগত ভোররাতে উপজেলার ধরখার-মোগড়া সড়কের গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। এ সময়, তাদের কাছ থেকে ৩টি ছুরি, ১টি স্টিলের পাইপ, ১টি লাঠি ও ১টি লোহার যন্ত্র জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া পৌরশহরের বড় বাজারের আকবর হোসেন জারু (৩০), একই এলাকার রাধানগর বনিকপাড়ার সোহান মিয়া (২৭) ও মোগড়া বাজার এলাকার মাহিন ভূইয়া (২৪)।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সংঘবদ্ধ ডাকাতদল গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। তবে এ সময় আরও কিছু সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ প্রতি বছরের মতো ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ