spot_img

এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ২৯ টাকা

অবশ্যই পরুন

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তাপর্যায়ে আরেক দফায় কমানো হলো। চলতি অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত নতুন এই ধরের ঘোষণা এসেছে আজ মঙ্গলবার (৭ অক্টোবর)। যা সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

এর আগে, গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, আজ মঙ্গলবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তাপর্যায়ে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

তালিকা থেকে প্রতীক নয়, শাপলা চেয়ে ইসিকে এনসিপির চিঠি

আবারও শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই চিঠিতে শাপলা প্রতীকের ৭টি...

এই বিভাগের অন্যান্য সংবাদ