spot_img

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

অবশ্যই পরুন

২০২৫ সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস। তারা তিনজনই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক।

নোবেল কমিটির মতে, তাদের এই গবেষণা কোয়ান্টাম মেকানিক্স ও আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা পরবর্তীতে সুপারকন্ডাক্টিং সার্কিট এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। এর আগে, ২২৬ জন পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। এর আগে, গতকাল চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও জাপানের শিমন সাকাগুচি। ইমিউন সিস্টেমের মৌলিক প্রক্রিয়া ‘পরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়।

প্রতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টোকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। আর পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

সর্বশেষ সংবাদ

স্বস্তিতে দেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি অর্থনৈতিক দিক দিয়ে “স্বস্তিতে আছেন”এবং এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ