spot_img

ঘর পরিচালনা করা সহজ নয়: অমিতাভ বচ্চন

অবশ্যই পরুন

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন শুধু রূপালি পর্দাতেই নয়, ব্যক্তিগত ব্লগ ‘মন কি বাত’-এর মাধ্যমেও নিয়মিত ভক্ত ও অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। জীবনের নানা অভিজ্ঞতা, চিন্তা-ভাবনা এবং সমাজের প্রতিচ্ছবি তিনি তুলে ধরেন এই ব্লগে।

এবার তার লেখনীতে উঠে এল গৃহিণী বা ঘরের কাজ সামলানো মহিলাদের অক্লান্ত পরিশ্রমের কথা। তার প্রকাশিত ব্লগে বিগ বি জানান, তার সুদীর্ঘ টেলিভিশন কেরিয়ারে তিনি প্রায়শই একটি বিষয় লক্ষ্য করেছেন।

জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-তে যখন দর্শকদের মধ্যে বসা কোনও মহিলাকে তিনি জিজ্ঞাসা করেন, ‘আপনি কী করেন?’, তখন অধিকাংশ ক্ষেত্রেই উত্তর আসে খুব নিচু স্বরে: ‘আমি একজন গৃহিণী।’

এই উত্তরেই আপত্তি জানিয়েছেন বলিউডের শাহেনশা। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘আপনি কেন নিচু স্বরে বলেন? না, আপনার কখনোই নিচু স্বরে বলা উচিত নয়। গর্বের সঙ্গে বলুন যে আপনি একজন গৃহিণী। ঘর পরিচালনা করা সহজ নয়।’

তার মতে, একজন নারীকে ঘর সামলানো, স্বামীর যত্ন নেওয়া, সন্তানদের দেখভাল করা এবং সবার জন্য খাবার রান্না করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোর দায়িত্ব নিতে হয়। এটি কোনোভাবেই সহজ কাজ নয়।

অমিতাভ বচ্চন তার পোস্টে স্পষ্ট করে দেন যে একটি ঘর সামলানো এবং তার দেখভাল করা কোনও সাধারণ বিষয় নয়। তিনি মনে করিয়ে দেন কোভিড-১৯ মহামারির সেই কঠিন সময়ের কথা, যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল।

লকডাউনের কারণে পুরুষরা গৃহকর্মে স্ত্রীকে সাহায্য করতে বাধ্য হয়েছিলেন। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘কোভিডের সময়, সমস্ত পুরুষই বুঝতে পেরেছিলেন যে তাদের স্ত্রীরা বাড়ির কতটা যত্ন নেন।’

সর্বশেষ সংবাদ

ভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, শিগগিরই এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ