গাজায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার, এই দুই নেতার কথার বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। এতে, ফিলিস্তিন ইস্যুর সুষ্ঠু সমাধানে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন ভ্লাদিমির পুতিন।
এছাড়াও, ইরানের পারমাণবিক কর্মসূচির সংকট নিরসন এবং সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়টিও উঠে আসে ফোনালাপে। দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যুতেও আলোচনা হয়। এর আগে, আগস্টে ফোনালাপ করেন ভ্লাদিমির পুতিন ও বেনিয়ামিন নেতানিয়াহু।
সূত্র: টাইমস অব ইসরায়েল।