রাশিয়া ইউক্রেনের ওপর সাম্প্রতিক হামলায় যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে, তাতে পশ্চিমা দেশগুলোর তৈরি হাজার হাজার যন্ত্রাংশ পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফলে এ নিয়ে নতুন করে পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে এমন অভিযোগ আনলেন তিনি, দিয়েছেন নিষেধাজ্ঞার হুমকিও।
সোমবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি জানান, গত দুই রাতে ইউক্রেনের বিভিন্ন স্থানে চালানো রুশ হামলায় শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহৃত হয়েছে। এগুলোর ভেতরে পাওয়া গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, তাইওয়ান ও চীনের কোম্পানির তৈরি কয়েক হাজার উপাদান।
জেলেনস্কির দাবি, রাশিয়ার নিক্ষেপ করা একেকটি ড্রোনে বিদেশি কোম্পানির উৎপাদিত যন্ত্রাংশের সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৬৮৮টি। ইসকান্দার ক্ষেপণাস্ত্রে ১ হাজার ৫০০টির মতো, কিন্জাল ক্ষেপণাস্ত্রে ১৯২টি এবং কালিব্র ক্ষেপণাস্ত্রে ৪০৫টি বিদেশি উপাদান পাওয়া গেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর থেকে ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কিয়েভের সবচেয়ে বড় মিত্র হিসেবে পাশে রয়েছে। এমন প্রেক্ষাপটে রুশ অস্ত্রে এই দেশগুলোর তৈরি যন্ত্রাংশ পাওয়া আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক চাপ তৈরি করতে পারে।
জেলেনস্কি জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলোর প্রতিটি বিদেশি উপাদানের বিস্তারিত তথ্য ইউক্রেন ইতোমধ্যে আন্তর্জাতিক অংশীদারদের কাছে পাঠিয়েছে। তিনি আরও বলেন, রাশিয়া ও যেসব সংস্থা এই যন্ত্রাংশের মাধ্যমে রাশিয়াকে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।