spot_img

বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে বড় পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

অবশ্যই পরুন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ দেশের কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্তে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রশাসনিক ও আইনি সহায়তার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো চুক্তি করবে।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী ওমর ফারুক খান বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে ১২টি আন্তর্জাতিক আইন ও সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকটি ব্যাংক নেতৃত্ব দেবে, অন্য ব্যাংকগুলো তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এরপর বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও জানান, বিশেষ তদন্ত সংস্থা স্পার সিআইডি প্রাথমিকভাবে ১১টি দেশীয় শিল্পগোষ্ঠীর নাম শনাক্ত করেছে। এর মধ্যে বসুন্ধরা, নাসা, এস আলমসহ কয়েকটি বড় ব্যবসায়িক গোষ্ঠীর নাম রয়েছে। গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করে আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার সংস্থাগুলোর সঙ্গে কাজ শুরু করা হবে।

এবি ব্যাংকের এমডি মিজানুর রহমান বলেন, এই উদ্যোগ কোনো একক ব্যাংকের নয়; বরং সব ব্যাংক মিলে যৌথভাবে কাজ করবে। বৈঠকে প্রায় ৩০টি প্রতিষ্ঠান অংশ নেয়, যা বহুপাক্ষিক সহযোগিতার ইঙ্গিত দেয়।

পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী জানান, মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম দিয়েছে, তাদের সঙ্গে চুক্তি করে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হবে।

এর আগে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক চারটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছে- স্টোলেন অ্যাসেট রিকভারি (StAR), ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টার, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং ইন্টারন্যাশনাল অ্যাসেট রিকভারি সেন্টার। এসব সংস্থা ইতোমধ্যে তথ্য সংগ্রহে অগ্রগতি অর্জন করেছে এবং এখন আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো যেন দ্রুত ওই ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ নেয়।

সর্বশেষ সংবাদ

বিসিবি নির্বাচন: পরিচালক পদে জয়ী হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আসছেন দেশের তিন সাবেক ক্রিকেট ব্যক্তিত্ব। আগামী বোর্ডের সভাপতি হচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ