spot_img

সর্বকালের রেকর্ড ছাড়ালো বিটকয়েনের দাম

অবশ্যই পরুন

সর্বকালের রেকর্ড ছাড়ালো বিটকয়েনের দাম। বিশ্বের বৃহত্তম ডিজিটাল এই মুদ্রার দাম এখন ১ লাখ ২৫ হাজার ডলারের দাঁড়িয়েছে।

রোববার (৫ অক্টোবর) মুদ্রাটির দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে এই দামে পৌঁছায়। যা গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

এর আগে, গত আগস্ট মাসে বিটকয়েনের দাম ১ লাখ ২৪ হাজার ডলার ছাড়ায়। ঐতিহ্যগতভাবে অক্টোবরকে বিটকয়েনের জন্য শক্তিশালী মাস হিসেবে বিবেচনা করা হয়। তবে ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুকূল নিয়মনীতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা বিটকয়েনের দাম বেড়ে যাওয়ায় সহায়ক ভূমিকা রেখেছিল বলে এক প্রতিবেদনে উল্লেখ করে বার্তাসংস্থা রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, ক্রিপ্টোকারেন্সির বাজারে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের। এর পাশাপাশি বিকল্প সম্পদ হিসেবে বিটকয়েনের জনপ্রিয়তা বেড়েছে। ডিজিটাল মুদ্রার দাম বৃদ্ধির এটিও অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

ব্লুমবার্গ জানায়, শেয়ারবাজার, সোনা কিংবা পোকেমন কার্ডের মতো সহজলভ্য জিনিসও যখন সর্বোচ্চ দামে পৌঁছাচ্ছে, তখন বিটকয়েনের দাম বাড়াটা অবাক করার মত কিছু নয়। ডলারের অবমূল্যায়নের আশঙ্কা থেকেই এই প্রবণতা।

সর্বশেষ সংবাদ

বিসিবি নির্বাচন: পরিচালক পদে জয়ী হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আসছেন দেশের তিন সাবেক ক্রিকেট ব্যক্তিত্ব। আগামী বোর্ডের সভাপতি হচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ